ভারতের করুন অবস্তা।
আগের দিনের প্রতিরোধের ব্যাটিংয়ের শেষটা এমন ভঙ্গুর! ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে ট্রেন্টব্রিজ টেস্টে প্রথম দিন শেষ করেছিল ভারত। কিন্তু আজ ভারতের এই প্রথম ইনিংস টিকেছে মাত্র ৪৭ বল, স্কোরবোর্ডে রান উঠেছে ২২। এর মধ্যেই বাকি ৪ উইকেট হারিয়ে ৩২৯ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস।
আগের দিন উইকেটে ছিলেন অভিষিক্ত রিষভ পান্তে (২২*)। আজ তাঁর সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন রবিচন্দ্র অশ্বিন। রিষভ আগের দিন বড় কিছুর ইঙ্গিত দিলেও আজ ফিরেছেন সবার আগে। ৯১.৪ ওভারে তাঁকে তুলে নেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। এরপর ১৯ বলের ব্যবধানে পড়েছে বাকি ৩ উইকেট। ৯৩.৪ ওভারে অশ্বিনকে ব্রড তুলে নেওয়ার পরের ওভারে টানা দুই বলে মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহকে ফিরিয়েছেন জেমস অ্যান্ডারসন। ৩টি করে উইকেট নিয়েছেন তিন ইংলিশ পেসার অ্যান্ডারসন, ব্রড ও ক্রিস ওকস।
Comments
Post a Comment