আত্নঘাতী গোলে জয় পেল চেলসি।
আত্নঘাতী গোলে জয় পেল চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার পালা বদলের হাওয়া। অবশ্য বেশ কয়েক বছর ধরেই প্রমিয়ার লিগে পরিবর্তনটা ভালোই হচ্চে।স্যার অালেক্স ফার্গুসন যুগে ম্যানচেষ্টার ইউনাইটেডের অধিপত্য শেষ করার মতো দৃষ্টতা দেখাতে পেরেছে কম ক্লাবই। ফার্গুসন বিদায় নেওয়ার লিগ টাই যেন বদলে গেল।এর মধ্যা লিষ্টার সিটির মতো লিগে অনিয়মিত ক্লাবও চ্যাম্পিয়ন
হয়েগেল। নতুন মৌসুমে পরবর্তনের সুর বাজছে।ম্যানচেষ্টার সিটির অধিপত্য শেষ করে লিভারপুল এবং চেলসি উঠে এসেছে উপরে। ৩করে ম্যাচ খেলে শীর্ষে অবস্তান করছে লিভারপুল। অবশ্য সমান পয়েন্ট সংগ্রহ করেছে চেলসিও। ২দলেরই সংগ্রহ ৯পয়েন্ট করে ফেবারিট এই ২দলের পাশাপাশি হাটছে ওয়াটফোর্ডও!তাদের ম্যাচে সংগ্রহ ৯পয়েন্ট। গত রবিবার ইংলিচ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডও ২-১হারিয়েছে ক্রিষ্টাল প্যালেসকে। এদিকে চেলসি জয় পেয়েছে নিউক্যালসের বিপক্ষে। চেলসির ২-১ব্যবধানে জয়টা এসেছে প্রতিপক্ষের
আত্নাঘাতী গোল থেকে। ম্যাচের ৭৬তম মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন বেলজিয়ান তারকা ইডেন হ্যার্জাড।৮৩তম মিনিটে জোলেসুর গোলে সমতায় ফিরে নিউক্যাসল।এর পর ৮৭তম নিউক্যাসলের
ইয়েডলিন আত্নঘাতী গোল করলে চেলসি জয় নিয়ে মাঠ ছাড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রবিবার জয় পেয়েছে ফুলহ্যামও । তারা ৪-২গোলে হারিয়েছে বার্নালিকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার পালা বদলের হাওয়া। অবশ্য বেশ কয়েক বছর ধরেই প্রমিয়ার লিগে পরিবর্তনটা ভালোই হচ্চে।স্যার অালেক্স ফার্গুসন যুগে ম্যানচেষ্টার ইউনাইটেডের অধিপত্য শেষ করার মতো দৃষ্টতা দেখাতে পেরেছে কম ক্লাবই। ফার্গুসন বিদায় নেওয়ার লিগ টাই যেন বদলে গেল।এর মধ্যা লিষ্টার সিটির মতো লিগে অনিয়মিত ক্লাবও চ্যাম্পিয়ন
হয়েগেল। নতুন মৌসুমে পরবর্তনের সুর বাজছে।ম্যানচেষ্টার সিটির অধিপত্য শেষ করে লিভারপুল এবং চেলসি উঠে এসেছে উপরে। ৩করে ম্যাচ খেলে শীর্ষে অবস্তান করছে লিভারপুল। অবশ্য সমান পয়েন্ট সংগ্রহ করেছে চেলসিও। ২দলেরই সংগ্রহ ৯পয়েন্ট করে ফেবারিট এই ২দলের পাশাপাশি হাটছে ওয়াটফোর্ডও!তাদের ম্যাচে সংগ্রহ ৯পয়েন্ট। গত রবিবার ইংলিচ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডও ২-১হারিয়েছে ক্রিষ্টাল প্যালেসকে। এদিকে চেলসি জয় পেয়েছে নিউক্যালসের বিপক্ষে। চেলসির ২-১ব্যবধানে জয়টা এসেছে প্রতিপক্ষের
আত্নাঘাতী গোল থেকে। ম্যাচের ৭৬তম মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন বেলজিয়ান তারকা ইডেন হ্যার্জাড।৮৩তম মিনিটে জোলেসুর গোলে সমতায় ফিরে নিউক্যাসল।এর পর ৮৭তম নিউক্যাসলের
ইয়েডলিন আত্নঘাতী গোল করলে চেলসি জয় নিয়ে মাঠ ছাড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রবিবার জয় পেয়েছে ফুলহ্যামও । তারা ৪-২গোলে হারিয়েছে বার্নালিকে।
Comments
Post a Comment