ফ্লোরিডায় এক দর্শকদের দিকে সাকিব আল হাসানের তেড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে

ফ্লোরিডায় এক দর্শকদের দিকে সাকিব আল হাসানের তেড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। কি কারণে ওই দর্শকের দিকে ওভাবে তেড়ে গিয়েছিলেন সাকিব তা জানিয়েছেন সেসময় সেখানে উপস্থিত থাকা আরেক দর্শক।
সোমবার ফ্লোরিডায় শেষ টি-টোয়েন্টিতে ডি/এল মেথডে ১৯ রানে জিতে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জেতে ২-১ ব্যবধানে। দর্শকের সঙ্গে সাকিবের ওই ঘটনা তৃতীয় ম্যাচ জেতার পরেই।
মঙ্গলবার সকাল থেকে ভাইরাল হওয়া ৫৮ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় হাফ প্যান্ট ও বাংলাদেশের জার্সি পড়া এক দর্শক দুহাত পকেটে দিয়ে সাকিবকে কিছু একটা বলছিলেন। সাকিব ঘুরে তার দিকে যান, তখন হাত দিয়ে আগ্রাসী ইঙ্গিত করেন। খানিক পর ফিরে গিয়ে আবার এগিয়ে আসেন সাকিব। তখন অন্য দর্শকরা তাকে থামানোর চেষ্টা করেন।

Comments

Popular posts from this blog

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ.