তবে কি বিপিএল খেলতে পারবে না নতুন আইকন মুস্তাফিজ।।।।

তবে কি বিপিএল খেলতে পারবে না নতুন আইকন মুস্তাফিজ ?

স্পোর্টস ডেস্ক: আগামী ২ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের ৫ম আসরের।  আর তাকে কেন্দ্র করে ফ্র্যাঞ্চাইজিগুলোও দল গোছানো শুরু করে দিয়েছে।  কিন্তু সবকিছু যখন হাতের কাছে ঠিক তখনি বিপিএল থেকে বাদ পড়তে হলো বরিশাল বুলসকে।

আর তাদের বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত নয় বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।    ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের পারিশ্রমিকের জন্য যে ব্যাংক গ্যারান্টি দিতে হয়, সেটা বুঝিতে দিতে পারেনি বরিশাল।


আর সে কারণেই বিপিএল থেকে বরিশাল বুলসকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।  বুধবার ঢাকা ক্লাবে এক বৈঠক শেষে এমনই জানিয়েছেন আফজালুর রহমান সিনহা।

বরিশাল বুলসের বাদ পড়া বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল আফজালুর রহমান সিনহা বলেন, ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেয়ার কথা তারা তা দিতে ব্যর্থ হয়েছে।  আর এ কারণেই এবারের বিপিএল হবে সাত দলের।

তবে এবার বরিশাল বাদ পড়ায় দলহীন হয়ে পড়েছে বিপিএলের নতুন আইকন মুস্তাফিজুর রহমান।  বরিশালের আইকন হিসেবে বিপিএল খেলার কথা ছিলো তার। তবে কি বিপিএল খেলতে পারবে না নতুন আইকন মুস্তাফিজ ?

 বিপিএলে বরিশালের বাদ পড়ার কারণে কাটার মাস্টারকে প্লেয়ার ড্রাফটে দেয়া হবে বলে জানিয়েছেন সিনহা।  আর এমনটা হলে তাকে যে কোনো দল পেতে পারে।

Comments

Popular posts from this blog

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ.