অপহৃত স্কুলপড়ুয়া মেয়েকে ফেরত পেতে পাগলপ্রায় অসহায় বাবা!

অপরাধ ও আইন অপহৃত স্কুলপড়ুয়া মেয়েকে ফেরত পেতে পাগলপ্রায় অসহায় বাবা! এসএম বাচ্চু, তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার স্কুল ছাত্রীর খোঁজ মেলেনি। গতকাল মঙ্গলবার সকালে অপহৃত হয় ওই স্কুল শিক্ষার্থী। এদিকে অপহরণের একদিন পার হলেও মেয়েকে ফিরে না পেয়ে পাগল প্রায় অসহায় পিতা। জানা যায়, পাটকেলঘাটা থানার আমতলাডাঙ্গা গ্রামের মজনু মোড়লের ক্লাস এইটে পড়ুয়া কন্যার (১৪)সাথে চমরখালি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুলের (২২)সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এই সুবাদে গতকাল মঙ্গলবার সকাল ৮ টা একটি নাম্বার থেকে মেয়ের পিতাকে ফোন দিয়ে মেয়েকে স্কুলে না আসতে বলা হয়। আসলে মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে বলে অপহরণকারীরা হুমকি দেয়। ঘটনার দুই ঘণ্টা পরে সকাল দশ টার সমাই মজনু মোড়ল স্কুলে যেয়ে তার মেয়েকে না পেয়ে চলে আসে। খোঁজ খবরের পরে জানতে পারে প্রেমের সম্পকের জের ধরে তার নাবালীকা মেয়েকে স্কুল থেকে আশরাফুলসহ তার বন্ধুরা নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। মেয়ের বাবা ওই নাম্বারে বারবার যোগযোগ করে আকুতি মিনতির পরে ও কোন লাভ হয় নি।

Comments

Popular posts from this blog

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ.