লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ.
লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ উয়েফা চেম্পিয়ন্স লিগে অাধিপত্য ধরে রাখলেও স্পে্্যানিশ লা লিগায় নিজেদেরকে খুব একটা মেলে ধরতে পারছে না রিয়াল মাদ্রিদ। বার্সোলোনার অধিপত্য শেষ করতে পারেনি জিনেদিন জিদানও। তবে জিদান এবংক্রিষ্টিয়ানো রোনালদো চলে যেতেই যেন বদলে গেল রিয়ালের গতিপথ।গত রবিবার গভীর রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-১গোলে উরিয়ে দিয়েছে কাতালুনিয়ার ক্লাব জিরোনাকে। এই জয়েরই লা লিগার শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ২ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে বার্সেলোনারও। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অাছে রিয়াল।বার্সোলোনার গোল ব্যবধান +৪। রিয়ালের +৫। গত রবিবার ম্যাচের শুরুতেই অাগ্রাসী ফুটবল খেলে রিয়াদ মাদ্রিদ। অবশ্য ম্যাচে প্রথমে এগিয়ে যায় কাতালান ক্লাব জিরোনাই।১৬তম মিনিটেই বোরহা গার্সিয়ার গোলে রিয়াল মাদ্রিকে পিছিয়ে দেয় জিরোনা। পরে যেন অারও ক্ষেপ উঠে রিয়াল মাদ্রিদ। শুরুর দিকে বেশ কয়েকটা সুযোগ মিস করলেও পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ম্যাচের মিনিটে সমতায় ফেরান অধিনায়ক সার্জিও রামোস।এরের ফরাসি তারকা করিম বেনজেমা পেনাল্টি থেকে ৫২তম মিনিটে অারও একটি গোল করেন ওয়েলসিয়ান...
Comments
Post a Comment