অবাক বিশ্ব! মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নিল বাংলাদেশ।

.বাংলাদেশের দারুন রেকর্ড।
● বাংলাদেশ এ দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড উলভস। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ২ ওভার কমিয়ে দেয়া হয়েছিল।
নির্ধারিত সময়ে টস মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। প্রায় ১ ঘন্টা পর আম্পায়াররা ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমিয়ে আনেন ১৮ ওভারে। এই ম্যাচের শুরুতে টসে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড দলপতি অ্যান্ডি বালবিরনি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। তারা দলীয় ১৭ রানে ওপেনার স্টুয়ার্ট থম্পসনের উইকেট হারায়। তিনি মাত্র ১২ রান করে সাইফিউদ্দিনের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। এরপর ৯ রান করা আরেক ওপেনার ডেলেনিকে নিজের শিকার বানিয়েছেন শরিফুল ইসলাম। আইরিশ অধিনায়ক বালবিরনিও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১ রান করে আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে।
এরপর উইলিয়াম পোর্টারফিল্ডের ব্যাটে প্রতিরোধ গড়ে আইরিশরা। তাকে যোগ্য সঙ্গ দেন সিমি সিং। এই দুজনের ব্যাটেই আইরিশদের দলীয় সংগ্রহ শতক ছাড়ায়। পোর্টারফিল্ড দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন।
তবে ব্যক্তিগত ৭৮ রানে তিনি আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে। শেষ দিকে গেটকাটে ৫ রান করে আউট হয়ে গেলেও। সিমি ৬৭ রানে অপরাজিত থেকে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বিশ্বকে অবাক করে ৪৭ বলে সেঞ্চুরি তুলে নেয়। এই রেকর্ডের দিনে ৪ উইকেট হারিয়ে ১৭ ওভারেই আয়ারল্যান্ডের টার্গেট টপকে যায় বাংলাদেশ। সৌম্য ৩০ বলে ৪৭, মিঠুন ৩৯ বলে ৬ ছক্কায় ৮০, জাকির ১৩ ও শান্ত ৬ রান করে আউট হয়েছেন। এরই সাথে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ।।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সৌম্য সরকার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), আল আমিন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মমিনুল হক।

Comments

Popular posts from this blog

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ.