এশিয়া কাপের অাগেই নতুন স্পন্সর!

এশিয়া কাপের অাগেই  নতুন স্পন্সর!

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল গতকাল থেকে শুরু করেছে এশিয়া কাপের প্রস্ততি। কিন্তু ক্রিকেটারদের জার্সিতে নেই রবির লোগো!  থাকার কথাও নয়। ২০১৯সালের বিশ্বকাপ  পর্যন্ত চুক্তি থাকলেও কয়েক দিন অাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে স্পন্সরশিপ চুক্তি বাটিলের ঘোঘনা দেয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি অাজিয়াটা লিমিটেড। গতকাল বিবিসির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানিয়েছেন, এশিয়া কাপে অাগেই নতুন
স্পন্সরের সাথে চুক্তি করবে বিবিসি!  মিডিয়াকে নিজাম উদ্দিন  বলেন, অামাদের নতুন  স্পন্সর দেখতে হবে। দুই একদিনের মধ্যে অামরা বিজ্ঞপ্তি দেব চেষ্টা করবো এশিয়া কাপের অাগেই স্পন্সর দেয়ার জন্য।
বিবিসির সাথে চুক্তি বাতিলের সাথে মূলত দলের সিনিয়র ৩ক্রিকেটার  সাকিব অাল হাসান, মাশরাফি বিন মর্তুজা,ও তামিম ইকবালে দায়ি করছে রবি। তাদের বক্তব্য, তাদের দলের সাথে চুক্তি থাকার পরেও  এই ৩ক্রিকেটার অন্য দুই বেসরকারি
মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ।এই বিষয়টি নিয়ে বিবিসির সাথে টানাপড়েন ছিল।তবে বিবিসির প্রধান নির্বাহী জানিয়েছেন ৩ সিনিয়ার  ক্রিকেটার তাদের ব্যক্তিগত  চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। তারপরও হথাৎ রবি চুক্তি বাতিল করায়  অবাক তিনি।

Comments

Popular posts from this blog

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ.