Posts

Showing posts from August, 2018

২১৫ বছর অাগে কেরালা'র রাজা ছিলেন ত্রিভাঙ্কুর...!!!

২১৫ বছর অাগে কেরালা'র রাজা ছিলেন ত্রিভাঙ্কুর...!!! ২১৫ বছর অাগে কেরালা'র রাজা ছিলেন ত্রিভাঙ্কুর...!!! তার অামলে পুরুষরা গোঁফ রাখতে চাইলেও কর দিতে হতো...!!! অার নারীদের দিতে হতো স্তনকর...!!! স্থানীয় ভাষায় যাকে বলা হত - "মূলাক্করম"! অাইনটি এরকম, ব্রাহ্মণ ব্যতীত হিন্দুধর্মের অন্য কোন নারী তার স্তন আবৃত রাখতে পারবে না! নারীদের স্তন রাখতে হবে অনাবৃত, উন্মুক্ত! আবৃত করতে হলে বা স্তন ঢেকে রাখতে চাইলে দিতে হবে স্তনশুল্ক ! অাবার এই শুল্কের পরিমাণ নির্ভর করবে স্তনের আকারের উপর! যার স্তন যতবড় তার শুল্ক ততো বেশী! এই স্তনশুল্কের মোটা অংশ চলে যেত পদ্মনাভ মন্দিরে! গিনেস বুকের তথ্য অনুযায়ী, এটি পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির! ৩৫ বছর বয়সী কৃষ্ণ বর্নের অতীব সুন্দরী এক নারীকে প্রায়ই কাজের জন্য বাইরে যেতে হতো! তবে সে সবসময় তার স্তন ঢেকে রাখতো! হঠাৎ একদিন সে শুল্ক সংগ্রাহকের নজরে পড়লো, শুল্ক সংগ্রাহকরা তার কাছে স্তনশুল্ক দাবী করলো! অস্বীকৃতী জানিয়ে মেয়েটি বললো, স্তন আমার, তাকে আবৃত রাখব, নাকি অনাবৃত রাখব তা ঠিক করার তুমি কে ! অামি শুল্ক দেবো না!... প্রতিদিন শুল্ক সংগ্রাহকরা তার বাড়...

এক দরিদ্র ব্যক্তি প্রতিদিন তার মনিবের ঘরে পানি নিয়ে যাওয়ার কাজ করতো।

এক দরিদ্র ব্যক্তি প্রতিদিন তার মনিবের ঘরে পানি নিয়ে যাওয়ার কাজ করতো। সে একটি লাঠির দুই প্রান্তে পানির পাত্র ঝুলিয়ে তা কাঁধে নিয়ে রোজ অনেকটা পথ হেঁটে পাড়ি দিতো। দুটি পাত্রের একটিতে কিছুটা ফাটল ছিলো, আরেকটি ছিলো সম্পূর্ণ ত্রুটিহীন। মনিবের বাড়ী পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ফাটল ধরা পাত্রটির অর্ধেক পানি পড়ে যেতো। এভাবে দুটি বছর ভালো পাত্রটি প্রতিদিন পাত্রভর্তি পানি দিলো আর ফাটল ধরা পাত্রটি প্রায় অর্ধেক পরিমাণ পানি দিতে সক্ষম হলো। এতে ভালো পাত্রটি তার কাজের জন্য গর্ব বোধ করতো। অন্যদিকে ফাটল ধরা পাত্রটি তার অসম্পূর্ণ কাজের জন্য মনে মনে লজ্জা পেতো এবং নিজেকে ছোট মনে করতো, ব্যর্থ ভাবতো। তাই একদিন সে মনিবের বাড়ী পৌঁছা মাত্র পানি বহনকারীকে বললো, “আমি খুবই লজ্জিত যে আমার ত্রুটির কারণে আমি আমার কাজ সম্পূর্ণভাবে করতে পারি না। আমার অর্ধেক পানি চুইয়ে চুইয়ে পড়ে যায় ফলে আপনি আপনার পরিশ্রমের পুরো ফল ভোগ করতে পারেন না। এজন্য আপনার নিকট আমি ক্ষমাপ্রার্থী।” তার কথা শুনে পানি বহনকারীর মনে দয়ার উদ্রেক হলো। অনুকম্পার সুরে সে বললো, “তুমি ফেরার সময় পথের ধারে ফুটে থাকা সুন্দর ফুলগুলিকে ...

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পরে।

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পরে। এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোর কাকুর দোকানে নিয়ে যা, বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে। ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল। কাকু হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো।সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো। ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ। একদিন ছেলেটির কাকু বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা ...

ছাএ আন্দলনের সবি 2018

Image
 আগের দিনের প্রতিরোধের ব্যাটিংয়ের শেষটা এমন ভঙ্গুর! ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে ট্রেন্টব্রিজ টেস্টে প্রথম দিন শেষ করেছিল ভারত। কিন্তু আজ ভারতের এই প্রথম ইনিংস টিকেছে মাত্র ৪৭ বল, স্কোরবোর্ডে রান উঠেছে ২২। এর মধ্যেই বাকি ৪ উইকেট হারিয়ে ৩২৯ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস। আগের দিন উইকেটে ছিলেন অভিষিক্ত রিষভ পান্তে (২২*)। আজ তাঁর সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন রবিচন্দ্র অশ্বিন। রিষভ আগের দিন বড় কিছুর ইঙ্গিত দিলেও আজ ফিরেছেন সবার আগে। ৯১.৪ ওভারে তাঁকে তুলে নেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। এরপর ১৯ বলের ব্যবধানে পড়েছে বাকি ৩ উইকেট। ৯৩.৪ ওভারে অশ্বিনকে ব্রড তুলে নেওয়ার পরের ওভারে টানা দুই বলে মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহকে ফিরিয়েছেন জেমস অ্যান্ডারসন। ৩টি করে উইকেট নিয়েছেন তিন ইংলিশ পেসার অ্যান্ডারসন, ব্রড ও ক্রিস ওকস।

jajahkalloh gojol

Image

লেখাটা পড়ুন লাভ হবে

লেখাটা পড়ুন লাভ হবে। পড়ুন লাভ হবে। আপনি 6 মাস প্রেম করছেন হঠাৎ আবদার করেছেন আপনার প্রেমিকার কাছে যে তার সাথে,, শারিরীক সম্পর্ক করবেন। মেয়েটা রাজি হল না কিন্ত কিছুদিনের জোরাজুরিতে মেয়েটা রাজি হয়ে গেল এবং আপনার আবদারটাও পূর্ণ হল। এখন সবাই ভাববে মেয়েটার চরিত্রে সমস্যা আছে কিন্তু এটা ভাববে না যে,মেয়েটা আপনার কাছে কত বড় বিশ্বাসের পরিক্ষা দিল। সবাই ভাববে যে মেয়েটার চরিত্র নষ্ট কিন্তু এইটা ভাববেনা যে, আপনার অন্যায় আবদারের কথা। . আপনার কি অনেক ক্ষতি হত যদি আবদারটা এমন হত যে "তোমার হাতে আমার নামের উল্কি লিখো "এতেও মেয়েটা রাজি হয়ে যেত কিন্তু এতে উপকারটা হত এই যে চরিত্রে দাগ না পড়ে মেয়েটার হাতে দাগ পড়তো। . মেয়েরা সব পারে কেন জানেন? . মেয়েরা সব পারে কারণ মেয়েরা পৃথিবীর সব থেকে বোকা প্রাণি।কারণ বোকা না হলে একজন ধর্ষক এর বউ থাকতো না, বোকা না হলে একজন ইভটিজারের বোন থাকতো না, বোকা না হলে নিজের শরিরকে বিলিয়ে আপনার ভোগ পন্য হত না, বোকা না হলে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া মায়ের সন্তান থাকতো না.... .যে মেয়েটার ক্ষতি করছো। একবার ভাবো , ...

অবাক বিশ্ব! মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নিল বাংলাদেশ।

.বাংলাদেশের দারুন রেকর্ড। ● বাংলাদেশ এ দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড উলভস। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ২ ওভার কমিয়ে দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ে টস মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। প্রায় ১ ঘন্টা পর আম্পায়াররা ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমিয়ে আনেন ১৮ ওভারে। এই ম্যাচের শুরুতে টসে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড দলপতি অ্যান্ডি বালবিরনি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। তারা দলীয় ১৭ রানে ওপেনার স্টুয়ার্ট থম্পসনের উইকেট হারায়। তিনি মাত্র ১২ রান করে সাইফিউদ্দিনের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। এরপর ৯ রান করা আরেক ওপেনার ডেলেনিকে নিজের শিকার বানিয়েছেন শরিফুল ইসলাম। আইরিশ অধিনায়ক বালবিরনিও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১ রান করে আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে। এরপর উইলিয়াম পোর্টারফিল্ডের ব্যাটে প্রতিরোধ গড়ে আইরিশরা। তাকে যোগ্য সঙ্গ দেন সিমি সিং। এই দুজনের ব্যাটেই আইরিশদের দলীয় সংগ্রহ শতক ছাড়ায়। পোর্টারফিল্ড দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন। তবে ব্যক্তিগত ৭৮ রানে তিনি আউট হয়েছেন সাইফউদ্দি...

ভারতের করুন অবস্তা।

 আগের দিনের প্রতিরোধের ব্যাটিংয়ের শেষটা এমন ভঙ্গুর! ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে ট্রেন্টব্রিজ টেস্টে প্রথম দিন শেষ করেছিল ভারত। কিন্তু আজ ভারতের এই প্রথম ইনিংস টিকেছে মাত্র ৪৭ বল, স্কোরবোর্ডে রান উঠেছে ২২। এর মধ্যেই বাকি ৪ উইকেট হারিয়ে ৩২৯ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস। আগের দিন উইকেটে ছিলেন অভিষিক্ত রিষভ পান্তে (২২*)। আজ তাঁর সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন রবিচন্দ্র অশ্বিন। রিষভ আগের দিন বড় কিছুর ইঙ্গিত দিলেও আজ ফিরেছেন সবার আগে। ৯১.৪ ওভারে তাঁকে তুলে নেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। এরপর ১৯ বলের ব্যবধানে পড়েছে বাকি ৩ উইকেট। ৯৩.৪ ওভারে অশ্বিনকে ব্রড তুলে নেওয়ার পরের ওভারে টানা দুই বলে মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহকে ফিরিয়েছেন জেমস অ্যান্ডারসন। ৩টি করে উইকেট নিয়েছেন তিন ইংলিশ পেসার অ্যান্ডারসন, ব্রড ও ক্রিস ওকস।

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ.

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ উয়েফা চেম্পিয়ন্স লিগে অাধিপত্য ধরে রাখলেও স্পে্্যানিশ লা লিগায় নিজেদেরকে খুব একটা মেলে ধরতে পারছে না রিয়াল মাদ্রিদ। বার্সোলোনার অধিপত্য শেষ করতে পারেনি জিনেদিন জিদানও। তবে জিদান এবংক্রিষ্টিয়ানো রোনালদো চলে যেতেই যেন বদলে গেল রিয়ালের গতিপথ।গত রবিবার গভীর রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-১গোলে উরিয়ে দিয়েছে কাতালুনিয়ার  ক্লাব জিরোনাকে। এই জয়েরই লা লিগার শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ২ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে বার্সেলোনারও। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অাছে রিয়াল।বার্সোলোনার গোল ব্যবধান +৪। রিয়ালের +৫। গত রবিবার ম্যাচের শুরুতেই অাগ্রাসী ফুটবল খেলে রিয়াদ মাদ্রিদ। অবশ্য ম্যাচে প্রথমে এগিয়ে যায় কাতালান ক্লাব জিরোনাই।১৬তম মিনিটেই বোরহা গার্সিয়ার গোলে রিয়াল মাদ্রিকে পিছিয়ে দেয় জিরোনা। পরে যেন অারও ক্ষেপ উঠে রিয়াল মাদ্রিদ। শুরুর দিকে বেশ কয়েকটা সুযোগ মিস করলেও পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ম্যাচের মিনিটে সমতায় ফেরান অধিনায়ক সার্জিও রামোস।এরের ফরাসি তারকা করিম বেনজেমা পেনাল্টি থেকে ৫২তম মিনিটে অারও একটি গোল করেন ওয়েলসিয়ান...

এশিয়া কাপের অাগেই নতুন স্পন্সর!

এশিয়া কাপের অাগেই  নতুন স্পন্সর! বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল গতকাল থেকে শুরু করেছে এশিয়া কাপের প্রস্ততি। কিন্তু ক্রিকেটারদের জার্সিতে নেই রবির লোগো!  থাকার কথাও নয়। ২০১৯সালের বিশ্বকাপ  পর্যন্ত চুক্তি থাকলেও কয়েক দিন অাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে স্পন্সরশিপ চুক্তি বাটিলের ঘোঘনা দেয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি অাজিয়াটা লিমিটেড। গতকাল বিবিসির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানিয়েছেন, এশিয়া কাপে অাগেই নতুন স্পন্সরের সাথে চুক্তি করবে বিবিসি!  মিডিয়াকে নিজাম উদ্দিন  বলেন, অামাদের নতুন  স্পন্সর দেখতে হবে। দুই একদিনের মধ্যে অামরা বিজ্ঞপ্তি দেব চেষ্টা করবো এশিয়া কাপের অাগেই স্পন্সর দেয়ার জন্য। বিবিসির সাথে চুক্তি বাতিলের সাথে মূলত দলের সিনিয়র ৩ক্রিকেটার  সাকিব অাল হাসান, মাশরাফি বিন মর্তুজা,ও তামিম ইকবালে দায়ি করছে রবি। তাদের বক্তব্য, তাদের দলের সাথে চুক্তি থাকার পরেও  এই ৩ক্রিকেটার অন্য দুই বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ।এই বিষয়টি নিয়ে বিবিসির সাথে টানাপড়েন ছিল।তবে বিবিসির প্রধান নির্বাহী জানিয়েছেন ৩ সিনিয়ার ...

আত্নঘাতী গোলে জয় পেল চেলসি।

আত্নঘাতী  গোলে জয় পেল চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে এবার পালা বদলের হাওয়া। অবশ্য বেশ কয়েক বছর ধরেই প্রমিয়ার লিগে পরিবর্তনটা  ভালোই হচ্চে।স্যার অালেক্স ফার্গুসন যুগে ম্যানচেষ্টার ইউনাইটেডের অধিপত্য শেষ করার মতো দৃষ্টতা দেখাতে পেরেছে কম ক্লাবই।  ফার্গুসন বিদায় নেওয়ার লিগ টাই যেন বদলে গেল।এর মধ্যা  লিষ্টার সিটির মতো লিগে অনিয়মিত ক্লাবও চ্যাম্পিয়ন হয়েগেল।  নতুন মৌসুমে পরবর্তনের সুর বাজছে।ম্যানচেষ্টার সিটির অধিপত্য শেষ করে লিভারপুল এবং চেলসি উঠে এসেছে উপরে। ৩করে ম্যাচ খেলে শীর্ষে অবস্তান করছে লিভারপুল। অবশ্য সমান পয়েন্ট সংগ্রহ করেছে চেলসিও। ২দলেরই সংগ্রহ ৯পয়েন্ট করে ফেবারিট এই ২দলের পাশাপাশি হাটছে ওয়াটফোর্ডও!তাদের ম্যাচে সংগ্রহ ৯পয়েন্ট। গত রবিবার ইংলিচ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডও ২-১হারিয়েছে ক্রিষ্টাল প্যালেসকে। এদিকে চেলসি জয় পেয়েছে নিউক্যালসের বিপক্ষে। চেলসির ২-১ব্যবধানে জয়টা এসেছে প্রতিপক্ষের আত্নাঘাতী গোল থেকে। ম্যাচের ৭৬তম মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন  বেলজিয়ান তারকা ইডেন হ্যার্জাড।৮৩তম  মিনিটে জোলেসুর গোলে সমতায় ফিরে নিউক্যাসল।এর পর ৮৭তম নিউ...

সাকিবের পরিবর্তে এশিয়া কাপে দেখা যাবে যে তারকাকে

আগামী ১৫ সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। আর এই আসরকে সামনে রেখে এরই মধ্যে ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের টেস্ট স্পেশালিষ্ট খ্যাত মুমিনুল হক। মূলত আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্মের কারণেই স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এশিয়া কাপের আগে সাকিবের আঙ্গুলের অপারেশন করা হলে কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর তাই এশিয়া কাপে সাকিবের পরিবর্তে সবচেয়ে বেশি জায়গা পাওয়ার সম্ভাবনা মুমিনুলের। আয়ারল্যান্ড সফরে মমিনুলের রানে ফেরা মুমিনুলকে যে সাকিবের পরিবর্তে দেখা যাবে তা অনেকটাই নিশ্চিত। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘যদি সাকিব এশিয়া কাপের আগে অপারেশন করানোর সিদ্ধান্ত নেয়, তাহলে অবশ্যই মুমিনুলের সুযোগ আছে। আগামী বিশ্বকাপের পরিকল্পনাতেও মুমিনুল আছে। তাকে আমরা এশিয়া কাপ না হলেও আসন্ন যে কোন সিরিজেই নিয়ে আসতে পারি।’ আয়ারল্যান্ডের মাটিতে ‘এ’ দ...

ইন্টারনেটের দাম কমালো গ্রামীণফোন

গ্রামীণফোন তার দুটি ইন্টারনেট প্যাকেজের দাম হ্রাস করেছে। সরকার ইন্টারনেট ব্যবহারের উপর ভ্যাট ১৫% থেকে হ্রাস করে ৫% করায় এই উদ্যোগ নেয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে অন্যান্য প্যাকেজর দাম সমন্বয় করা হবে। ৩ আগস্ট ২০১৮ থেকে বর্তমানের ৪২ টাকায় ২জিবি প্যাকেজ পাওয়া যাবে ৩৮ টাকায় (মেয়াদ ২ দিন) এবং ৯৪ টাকায় ১ জিবি প্যাকেজ পাওয়া যাবে ৮৬ (মেয়াদ ৭দিন)। এ নিয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, ‘আমরা ভ্যাট হ্রাসের সরকারী সিদ্ধান্তের প্রশংসা করি এর কারণে গ্রাহকদের আরো কম মূল্যে বেশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে পারছে গ্রামীণফোন। এখন আমাদের গ্রাহকরা আরো সুলভে ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করতে পারবেন এবং আমাদের উন্নততর নেটওয়ার্কের অভিজ্ঞতা পাবেন।’ গ্রামীণফোনই প্রথম সারাদেশে মোবাইল ইন্টারনেট নিয়ে যায়। সম্প্রতি বিশ্বখ্যাত ইন্টারনেটের সংযোগ এবং গতি পরীক্ষা ও গতি পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ওকলা  দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে গ্রামীণফোনকে।

সাকিবের উপরই সিদ্ধান্তের ভার ছেড়ে দিলেন বোর্ড প্রধান

সাকিব আল হাসানের বা হাতের কনিষ্ঠা আঙুলে অস্ত্রোপচার অবধারিতই। সেটা এশিয়া কাপের আগে না পরে তা নিয়ে ছিল দোলাচল। সাকিব চাইছেন যত তাড়াতাড়ি পারা যায়, হোক অস্ত্রোপচার। বোর্ড সভাপতি নাজমুল হাসানের আশা এশিয়া কাপটা খেলুন সাকিব। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ভার চিকিৎসক আর সাকিবের নিজের উপর ছেড়ে দিয়েছেন নাজমুল। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার দিন এশিয়া কাপের আগেই অস্ত্রোপচারের সম্ভাবনার কথা জানিয়েছিলেন সাকিব। সেক্ষেত্রে তাকে ছাড়াই এশিয়া কাপে নামতে হবে বাংলাদেশকে। তবে ওইদিনই বিসিবি প্রধান জানিয়েছিলেন জিম্বাবুয়ে সিরিজের সময়টাই সাকিবের অস্ত্রোপচারের জন্য উপযুক্ত সময়। মঙ্গলবার গণমাধ্যমে নাজমুল বলেন তাদের চাওয়ার মধ্যে আসলে ভিন্নতা নেই, ‘এটা নিয়ে কোন দ্বিধার ব্যাপার নেই। আমরা একটা চাচ্ছি, সাকিব ভিন্ন কিছু চাইছে। বিষয়টি এমন নয়। ওর যে হাতে ব্যথা, আর অপারেশন লাগতে পারে এটাই তো ঠিক মত জানা ছিল না।’ দল দেশে ফেরার পর কোচের সঙ্গে বৈঠকেই বিসিবি প্রধান সাকিবের অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা জানতে পারেন, ‘সে যে ওয়েস্ট ইন্ডিজে খেলে আসল আর নিদাহাস কাপ খেলে আসল, আমরা তো ওর ইনজুরি নিয়ে কিছুই জানি না। এই সিরিজের ফাইনাল খ...

ফ্লোরিডায় এক দর্শকদের দিকে সাকিব আল হাসানের তেড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে

ফ্লোরিডায় এক দর্শকদের দিকে সাকিব আল হাসানের তেড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। কি কারণে ওই দর্শকের দিকে ওভাবে তেড়ে গিয়েছিলেন সাকিব তা জানিয়েছেন সেসময় সেখানে উপস্থিত থাকা আরেক দর্শক। সোমবার ফ্লোরিডায় শেষ টি-টোয়েন্টিতে ডি/এল মেথডে ১৯ রানে জিতে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জেতে ২-১ ব্যবধানে। দর্শকের সঙ্গে সাকিবের ওই ঘটনা তৃতীয় ম্যাচ জেতার পরেই। মঙ্গলবার সকাল থেকে ভাইরাল হওয়া ৫৮ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় হাফ প্যান্ট ও বাংলাদেশের জার্সি পড়া এক দর্শক দুহাত পকেটে দিয়ে সাকিবকে কিছু একটা বলছিলেন। সাকিব ঘুরে তার দিকে যান, তখন হাত দিয়ে আগ্রাসী ইঙ্গিত করেন। খানিক পর ফিরে গিয়ে আবার এগিয়ে আসেন সাকিব। তখন অন্য দর্শকরা তাকে থামানোর চেষ্টা করেন।

তবে কি বিপিএল খেলতে পারবে না নতুন আইকন মুস্তাফিজ।।।।

তবে কি বিপিএল খেলতে পারবে না নতুন আইকন মুস্তাফিজ ? স্পোর্টস ডেস্ক: আগামী ২ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের ৫ম আসরের।  আর তাকে কেন্দ্র করে ফ্র্যাঞ্চাইজিগুলোও দল গোছানো শুরু করে দিয়েছে।  কিন্তু সবকিছু যখন হাতের কাছে ঠিক তখনি বিপিএল থেকে বাদ পড়তে হলো বরিশাল বুলসকে। আর তাদের বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত নয় বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।    ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের পারিশ্রমিকের জন্য যে ব্যাংক গ্যারান্টি দিতে হয়, সেটা বুঝিতে দিতে পারেনি বরিশাল। আর সে কারণেই বিপিএল থেকে বরিশাল বুলসকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।  বুধবার ঢাকা ক্লাবে এক বৈঠক শেষে এমনই জানিয়েছেন আফজালুর রহমান সিনহা। বরিশাল বুলসের বাদ পড়া বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল আফজালুর রহমান সিনহা বলেন, ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেয়ার কথা তারা তা দিতে ব্যর্থ হয়েছে।  আর এ কারণেই এবারের বিপিএল হবে সাত দলের। তবে এবার বরিশাল বাদ পড়ায় দলহীন হয়ে পড়েছে বিপিএলের নতুন আইকন মুস্তাফিজুর রহমান।  বরিশালের আইকন হিসেবে বিপিএল খেলার কথা ছিল...

বিপিএল জানুয়ারিতেই তবে... শরু।।।।

বিপিএল জানুয়ারিতেই তবে... শরু।।। স্পোর্টস রিপোর্টার জাতীয় নির্বাচনের কারণে চলতি বছরের বিপিএল পিছিয়ে দেওয়া হয়েছিল সামনের বছরের শুরুতে। ফ্রেঞ্চাইজিদের সঙ্গে বৈঠক করে বিপিএলের সম্ভাব্য নতুন সূচিও ঠিক করে রাখে টুর্নামেন্টটির পরিচালনা কমিটি। তবে তাতেও মিটছে না শঙ্কা। জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা হয়নি। নির্বাচন যেতে পারে জানুয়ারিতেও। সেক্ষেত্রে কি হবে তা এখনো ভেবে দেখেনি বিসিবি। নিয়রাপত্তা জনিত কারণে বিপিএল পিছিয়ে যাওয়ায় অক্টোবরে এগিয়ে আনা হয় জিম্বাবুয়ে সিরিজ। ডিসেম্বরে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ফেব্রুয়ারি-মার্চে আছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়টা ছাড়া তাই বিপিএলের জন্য কোন স্লট দেখছেন না বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, 'যেটি আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে বিপিএল ৫ই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেই তারিখটিই থাকছে। এখন আমাদের আর কিছু করার নেই। আপনারা জানেন যে নিউজিল্যান্ডে যাবে দল। এর আগে কোন স্লট নেই। এর মধ্যে হয়তো আপনারা জানেন যে নভেম্বর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। ঠিক কবে নির্বাচন হবে তার সঠিক তারিখও আমরা জানি না। এই কারণে একটি সেফ...

অপহৃত স্কুলপড়ুয়া মেয়েকে ফেরত পেতে পাগলপ্রায় অসহায় বাবা!

অপরাধ ও আইন অপহৃত স্কুলপড়ুয়া মেয়েকে ফেরত পেতে পাগলপ্রায় অসহায় বাবা! এসএম বাচ্চু, তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার স্কুল ছাত্রীর খোঁজ মেলেনি। গতকাল মঙ্গলবার সকালে অপহৃত হয় ওই স্কুল শিক্ষার্থী। এদিকে অপহরণের একদিন পার হলেও মেয়েকে ফিরে না পেয়ে পাগল প্রায় অসহায় পিতা। জানা যায়, পাটকেলঘাটা থানার আমতলাডাঙ্গা গ্রামের মজনু মোড়লের ক্লাস এইটে পড়ুয়া কন্যার (১৪)সাথে চমরখালি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুলের (২২)সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এই সুবাদে গতকাল মঙ্গলবার সকাল ৮ টা একটি নাম্বার থেকে মেয়ের পিতাকে ফোন দিয়ে মেয়েকে স্কুলে না আসতে বলা হয়। আসলে মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে বলে অপহরণকারীরা হুমকি দেয়। ঘটনার দুই ঘণ্টা পরে সকাল দশ টার সমাই মজনু মোড়ল স্কুলে যেয়ে তার মেয়েকে না পেয়ে চলে আসে। খোঁজ খবরের পরে জানতে পারে প্রেমের সম্পকের জের ধরে তার নাবালীকা মেয়েকে স্কুল থেকে আশরাফুলসহ তার বন্ধুরা নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। মেয়ের বাবা ওই নাম্বারে বারবার যোগযোগ করে আকুতি মিনতির পরে ও কোন লাভ হয় নি।

২০১৮এর ছাএ অন্দলনের। মিছিলের। ছবি

Image